শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিলাহাটি কেতকীবাড়ী  উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য জয়ী। 

চিলাহাটি কেতকীবাড়ী  উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য জয়ী। 

 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ ডোমারে  চিলাহাটি ২নং  কেতকীবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য তফিজুল ইসলাম মাত্র ২ মাস ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর মৃত্যুবরণ করে। সেই ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। উক্ত নির্বাচনে আসাদুজ্জামান ভেনাজ বল মার্কা, ফাইয়াজুল ইসলাম বাঁধন মোরগ মার্কা, জাহাঙ্গীর আলম নূরা টিউবওয়েল মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করেন। ভোটের আগের দিন থেকে  আইন শৃঙ্খলার বাহিনী  দ্বায়িত্ব পালন করেন।
এই কেন্দ্রে মোট ১৫শত ৫৫জন ভোটার  এর মধ্যে মহিলা ভোটার ৭৮২ জন। ভোটারের মধ্যে ভোট প্রদান করে ১২৫৯ জন। বল মার্কা ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মৃত ইউপি সদস্য তফিজুল ইসলামের পুত্র বাঁধন মোরগ মার্কা ৫৭৭। টিউবওয়েল মার্কা পেয়েছে ৪৬ ভোট। বাকি ৩৯৭ জন ভোটার ভোট প্রদান করতে ব্যর্থ হয়।
প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা  সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ আনিসুজ্জামান।
আইন শৃঙ্খলা বাহিনীর দ্বায়িত্বে নিয়োজিত ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী।
উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সহকারী পুলিশ সুপার(সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি তদন্ত মাসুদ করিম, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।
এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যগন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলার দ্বায়িত্ব পালান করেন । উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত জন প্রতিনিধির মৃত্যুতে এই ওয়ার্ডে পূর্ণরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই ইউনিয়নে এবারই প্রথম ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য যে, চলতি বছরের ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তফিজুল হক। গত ২৭মে তিনি মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS