শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকের মাঝে পলিনেট হাউজ হস্তান্তর

নাটোরে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকের মাঝে পলিনেট হাউজ হস্তান্তর

ইসাহাক আলী, নাটোর, ০৩ নভেম্বর-  কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ উপায়ে অধিক ফলন নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে পলিনেট হাউজ ব্যবস্থাপনায় চাষাবাদ। নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় সরকারের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন উদ্যোগী চাষী ওয়াসিম।

সকালে পলিনেট হাউজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপি।  উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই পলিনেট হাউজ ব্যবস্থা স্থাপনে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২২ লাখ টাকা, যা কৃষক পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে।  এই পদ্ধতিতে ফসল থাকবে পোকা মাকড়ের আক্রমণ থেকে নিরাপদ, জমির আদ্রতা ও পানি ব্যবস্থাপনা হবে সাশ্রয়ী ও অপচয়হীন। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রক হিসাবেও কাজ করবে নেট হাউজ ব্যবস্থাপনা। এতে করে সারা বছরই উন্নত ধরনের নিরাপদ ফসল ও অসময়ের ফল ফসল উৎপাদন করে কৃষক ব্যাপক লাভবান হতে পারবেন। কৃষকদের স্বল্প জমিতে অধিক ফল ফসল উৎপাদনে এই পদ্ধতি পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে যাবে বলে প্রনোদনা হিসাবে প্রাথমিক পর্যায়ে এগুলো স্থাপন করা হয়েছে।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares