শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন

কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, শহীদদের প্রতিকৃৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, শোক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শোক র‌্যালি কলমাকান্দা সদরের সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বজলুর রহমান বজলু, মো. সাইদুর রহমান,গৌরাঙ্গ চন্দ্র দাস, মো.শামীম আহমেদ, কাজল দে সরকার, কেশব কুমার বনিক, উপজেলা আওয়ামী  যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সোহেল রানা ও যুগ্ম আহবায়ক মো.  আওয়াল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অমিত সরকার প্রমূখ।
৫৯ বার ভিউ হয়েছে
0Shares