বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতির দায়ে আন্তঃজেলা ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতির দায়ে আন্তঃজেলা ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় গাছ ফেলে রাস্তা অবরোধ করে ডাকাতি’র দায়ে ৬ জন আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন। সেই সাথে ডাকাতি করা মালামাল এবং ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন্ অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে গত ৩১ সেপ্টেম্বর রাত অনুমান পৌনে দুইটায় সতিহাট-মহাদেবপুর সড়কে মহাদেবপুর উপজেলার সুলতানপুর নামক স্থানে কয়েকটি গাছ ফেলে রাস্তা অবরোধ করে ৮/১০ জনের এক ডাকাত দল একটি মাইক্রোবাস ও একটি পিক-আপ ভ্যান আটকিয়ে তাদের নিকট থেকে ৭৩ হাজার ৯শ টাকা মুল্যের প্রায় ৮/১০টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার দুইশ টাক লুট করে। জেলা পুলিশ বিষয়টি চরম গুরুত্ব দিয়ে জেলার মান্দা, নিয়ামতপুর, পেপারমা ও মহাদেবপুর থানা এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা অপরাধের মামলা রয়েছে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares