বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে আনসার বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে আনসার বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলার সকল আনসারদের অংশগ্রহণে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. জহুরুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক আবু হেনা মো. মোস্তাফিজার রহমান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, বীর মুক্তিযোদ্ধা মো. মোখছেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

৮৩ বার ভিউ হয়েছে
0Shares