শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

ধামইরহাটে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২০ অক্টোবল বেলা ১১ টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে উর্ধমূখী ২য় তলা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র আমিনুর রহমান ও প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুর ১২ টায় ২ কোটি ৮৮ লাখ পোড়ানগর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ও দুপুর ২ টায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট ফাজিল মাদরাসার ৪ তলা ভবনের উদ্বোধনও করেন তিনি। উদ্বোধন শেষে মাদরাসা মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, অধ্যক্ষ মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকমরয়রাম সরকারি উচ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র আওয়ামীলীগ নেতা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, তাওসিফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares