মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের মানববন্ধন

ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসাব হাবিব পান্নু, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ- সভাপতি আবু যায়েদ হোসেন রাশেদ, মেহেরুল ইসলাম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, রিভার হোসেন, আসাদ হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ইমন, জিমনূর ইসলাম, রাফিক হাসান, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান, হেদায়েতুল্লাহ হিমু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ প্রচার সম্পাদক শামীম কবির, ছাত্রলীগ নেতা ইয়াকুব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বুয়েটে সুস্থ্যধারার ছাত্ররাজনীতি বহালের দাবি জানান এবং মৌলবাদি গোষ্ঠীর কালো ছায়া থেকে বুয়েট ক্যাম্পাসকে মুক্ত করে নিয়মত্রান্ত্রিক ছাত্র রাজনীতি বহালের দাবীতে ধামইরহাট সরকারি এম এম কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যেকোনো নির্দেশনায় মাঠে থাকার ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।

১৫১ বার ভিউ হয়েছে
0Shares