শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে আশ্রায়ন প্রকল্পের ঘর না পাওয়ায় ভ‚মিহীনদের মানববন্ধন

সৈয়দপুরে আশ্রায়ন প্রকল্পের ঘর না পাওয়ায় ভ‚মিহীনদের মানববন্ধন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের অনিয়ম নিয়ে প্রকৃত ভ‚মিহীনরা মানব বন্ধন করেছেন। উপজেলা চত্বরে গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ মানবন্ধন চলে। উক্ত মানববন্ধনে দুঃস্থ অসহায় প্রকৃত ভ‚মিহীনেরা প্লাকার্ড, পোষ্টার বুকে নিয়ে অংশ গ্রহণ করেন। তাতে লেখা আছে বোতলাগাড়ী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম। আরো লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সালাম নিন। আমরা সবাই ভ‚মিহীন। মুজিব বর্ষে ঘর পেলাম না। আমাদের টাকা নাই, আশ্রয়নের ঘর নাই। এ সময় কান্নাজড়িত কণ্ঠে অনেক ভ‚মিহীনরা বলেন, আমরা শতাধিক দুঃস্থ অসহায় ভ‚মিহীন থাকতে স্থানীয় ভ‚মি অফিসের তহশীলদার এমদাদুল হক অর্থের বিনিময়ে ঘর বরাদ্দের তালিকা থেকে আমাদের নাম বাদ দিয়ে জমিসহ পাকা বাড়ির মালিক এমন অনেককেই ঘর বরাদ্দ দিয়েছেন। উদাহরণ হিসেবে তারা বলেন, এ রকম জমিসহ পাকা বাড়ি মালিক আপন দুই ভাইকে আশ্রয়নের ঘর বরাদ্দ দিয়েছেন। তারা হলেন যথক্রমে রবিউল ইসলাম ও সবুজ আলী। তাদের পিতা শামসুল হক এবং তারা উক্ত সদ্য নির্মিত আশ্রয়নের পাশের বাসিন্দা। ভ‚মিহীনরা আরো বলেন, আমরা সকলেই স্থানীয় ভ‚মি অফিসসহ এসিল্যান্ড ও ইউএনও অফিসে আবেদন করে কোন ফল পাইনি। কিন্তু আমরা গরিব বলে কেউ আমাদের কথা রাখলো না। তাই আমরা বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদ কর্মীদের কাছে জোর দাবী জানাচ্ছি। মানববন্ধনে অংশগ্রহণকারী ভ‚মিহীনদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, মোর্শেদা খাতুন, রাজ্জাকুল ইসলাম, চন্দনা রাণী, আবু কালাম, আলাউদ্দিন, মাহমুদা, রুবিয়া, জয়মেনা, ওমেদা, ফুলতি, শরীফা, জান্নাতি, আহেলাসহ আরো অনেকে। নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বিষয়টি জানতে পেরে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের কাছে অবহিত করলে তিনি ভ‚মিহীনদের মানবন্ধনের কাছে এসে তাদের কথা শোনেন এবং ভ‚মিহীনদের স্থানীয় তহশীলদার বিরদ্ধে যে আক্ষেপ সে বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলেন এবং ঘর বরাদ্দ পাওয়া স্বচ্ছল ব্যক্তিদের তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আগামীতে প্রকৃত ভ‚মিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। এ সময় সৈয়দপুরের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares