বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহŸান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল । দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই। এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।

শিবরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনক চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈদয় সালাহউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অমূল্য রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাটির পরিচালনা করেন ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিমল রায়।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS