শুক্রবার- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় উপজেলার ১নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত খেলায় সৈয়দপুর একাডেমি বনাম বোদা একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে টাইব্রেকারে  সৈয়দপুর একাডেমি ৪-৩ গোলে বোদা একাডেমিকে হারিয়ে জয় পেয়েছে।
গতকাল শুক্রবারের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামণিক, পৌর মেয়র আমজাদ হোসেন। এছাড়াও বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, মো. শাহজাহান আলী সাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন স্বনামখ্যাত ধারা ভাষ্যকার পার্বতীপুরের খোরশেদ রায়হান। টুর্নামেন্টের খেলাটি দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের বদরগঞ্জ, সৈয়দপুরসহ আশেপাশের এলাকার ফুটবলপ্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উপভোগ করেন। বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।
২২১ বার ভিউ হয়েছে
0Shares