বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় দুই জন আটক

সাঁথিয়ায় চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় দুই জন আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারনা মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামী ও চেক জালিয়াতি মামলার এক বছরের সাজা ও দুই লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত আসামীসহ দুই জনকে আটক করেছে।
সাঁথিয়া থানা সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার (১১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সুজানগর উপজেলার হৈইজর গ্রামের মৃত মন্তাজ প্রাং এর ছেলে বাচ্চু প্রাং (৩৮) এবং একই উপজেলার সোনাকান্দা গ্রামের বাসনা ঘোষের ছেলে তপন ঘোষ। বাচ্চু আত্মগোপন করে দিনাজপুর জেলার পার্বতিপুর রেল স্টেশনে একটি চায়ের দোকান দিয়েছিল সেখান থেকে তাকে আটক করা হয়। সেখানে সে নিজের পরিচয় গোপন করে একটি বিয়েও করেছিল। বাচ্চু প্রতারনা মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামী। অপরদিকে তপন ঘোষ চেক জালিয়াতি মামলার দুই লক্ষ টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা এবং চেক জালিয়াতি আইনে মামলা রয়েছে।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares