শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে —ডেপুটি স্পিকার

বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে —ডেপুটি স্পিকার

সাঁথিয়া (পাবনা) প্রতনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমানের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সকল শ্রমিকের শ্রমের যথাযথ ম‚ল্যায়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঐতিহাসিক মে দিবসের দাবি প‚র্ণ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের যথাযথ মজুরি পরিশোধে নির্দেশনা দিয়েছিলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি পরিশোধ করতে হবে”। তাঁর দর্শন ছিল “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে”। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস-শ্রমিকদের মজুরি দফায় দফায় বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন এবং তাঁদের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, চা শ্রমিকসহ অন্যান্যদের মজুরি বৃদ্ধি পেয়েছে।

সোমবার(১মে) জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মে দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মে দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি বরে হয়ে সাঁথিয়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সাঁথিয়া শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির রশিদ এর সভাপতিত্বে বক্তব‌্য রাখেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,ভাইস চেয়ারম‌্যান সোহেল রানা খোকন, সিএনজি মালিক-শ্রমিক সমিতি ও সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রবিউল করিম হিরু প্রমুখ। সাঁথিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ ও বিভিন্ন পেশার শ্রমিকগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares