বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শায় ইউএসএআইডির সহযোগিতায় সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে লিগ্যাল এইড কমিটির সভা

শার্শায় ইউএসএআইডির সহযোগিতায় সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে লিগ্যাল এইড কমিটির সভা

শার্শা (যশোর) সংবাদাদাতা: যশোরের শার্শায় সোমবার বেলা ১২টার সময়ইউএসএআইডির সহযোগিতায় লিগ্যাল এইড কমিটির আয়োজনেসরকারী কর্মকর্তাদের সমন্বয়ে গরীব ও অসহায় নির্যাতিত নারীদের আইনী সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় ইউএসএআইডির চিফ অফ পার্টি মার্কিন নাগরিক হেদার গোল্ডস মিথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী ও লিগ্যাল এইড কর্মকর্তা মোস্তফা কামালসহ স্থানীয় জন প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। হেদার গোল্ডস মিথ বলেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) হল ইউএস ফেডারেল সরকারের একটি স্বাধীন সংস্থা যা প্রাথমিকভাবে বেসামরিক বিদেশী সাহায্য, উন্নয়ন ও নির্যাতিতদের আইনী সহায়তা কার্যক্রমপরিচালনা করেন। এর আগে হেদার গোল্ডস মিথ দুপুর ১১ টার সময় উপজেলা লিগ্যাল এইড কর্ণার পরিদর্শন ও নির্যাতিত নারীদের সাথে আইনী সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

৫৬ বার ভিউ হয়েছে
0Shares