বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জর কুড়িপাড়া গ্রামে জমিজমা বিরোধের জেরে পরিকল্পিত হামলায় আহত -৪

সিরাজগঞ্জর কুড়িপাড়া গ্রামে জমিজমা বিরোধের জেরে পরিকল্পিত হামলায় আহত -৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় ও  মারপিটের ঘটনায়  ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আবু তাহেরের স্ত্রী শেফালী খাতুন  সদর থানায় একটি অভিযোগ  দায়ের করেছেন।
গুরুতর আহত ৪ জনের মধ্যে এখনো দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ  ও স্থানীয় সুত্রে জানা যায়। গত শুক্রবার  ( ৭ অক্টোবর)  সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে মৃত আলহাজ মজিবর রহমানের ছেলে আবু তাহের (৬২) এর ক্রয়কৃত জমি ভাগবাটোয়ারা নিয়ে তারই নিকটতম আত্বীয় শাহজাহান,শাহআলম ও শামছুল হকের সাথে  দ্বন্দ্ব চলে আসছিল।  এরই মধ্যে প্রতিপক্ষের লোকজন  জোড়পুর্বক আবু তাহেরের রাস্তা সংলগ্ন ক্রয়কৃত জমি  বেদখল দিতে মরিয়া হয়ে উঠে। এ ঘটনার জের ধরে গত শুক্রবার  ( ৭ অক্টোবর)   সকালে শাহজাহান,শাহ-আলম ও  শামছুল হকের হুকুমে কামরুল হাসান, রিপন, নয়ন, রবিউল হাসান, বাবলু মিয়া আলাউদ্দিন ও আজিমুদ্দিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী  দা, ছুরি, রড,লাঠিসোডা  নিয়ে পরিকল্পিত ভাবে  হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট শুরু করে।  মারপিটে নারী পুরুষসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত আবু তাহের(৬৫), আব্দুস ছাত্তার (৬২), শাহআলী(৩৫) জীবন সরকার সুলতান((৩০) ও তাসলিমা আক্তার তনু আহত হয়। এদের মধ্যে  গুরুতর
আহত আবু তাহের(৬৫), আব্দুস ছাত্তার (৬২), শাহআলী(৩৫) ও জীবন সরকার সুলতানকে স্থানীয়রা উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আবু তাহের ও আব্দুস ছাত্তার  বর্তমানে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শাহজাহান,শাহআলম ও শামছুল হক তাদের বিভিন্ন জেলায় চাকুরীরত ছেলেদের ডেকে এনে  পরিকল্পিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়। আবু তাহেরের পরিবার সহজ সরল ও  জনসংখ্যায় কম থাকায় তাদের সম্পত্তি গ্রাস করতে এ ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান। ন্যায় বিচার প্রতিষ্ঠা  করতে  বিষয়টি সুষ্ঠ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS