শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর চারঘাট-বাঘায় ৬ প্রার্থীর মনোনয়ন জমা

রাজশাহীর চারঘাট-বাঘায় ৬ প্রার্থীর মনোনয়ন জমা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)  বৃহস্পতিবার (৩০নভেম্বর) শেষ দিনে ৬ জন প্রার্থী নিজ-নিজ কর্মী সমর্থকদের সাথে করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বাঘা উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, তাঁর কার্যালয় থেকে মোট পাঁচজন মনোনয়ন ফরম উত্তোলন করে ছিলেন এবং জমা দেয়ার শেষদিনে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সকলেই মনোনয়ন জমা দিয়েছেন।

এদের মধ্যে রয়েছেন বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ শাহরিয়ার আলম। জাতীয় পার্টি থেকে শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টি থেকে রিপন আলী ,তৃণমুল বিএনপি (বি.এন.এম) থেকে আব্দুস সামাদ ও সতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন বাঘার ইসরাফিল হোসেন।

অপর দিকে চারঘাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন উত্তোলন করে ছিলেন সাবেক সংসদ সদস্য ও আ’লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত রায়হানুল হক রায়হান। তিনি ও শেষ দিনে তার কর্মী সমর্থকদের সাথে করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

১২৬ বার ভিউ হয়েছে
0Shares