শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার চারঘাটে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কের বাদুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যান চালক বাঘা উপজেলার হেলালপুর গ্রামের নইমুদ্দিন সরকারের ছেলে মাজদার রহমান (৫৫) ও
মোটরসাইকেল আরোহী মতিহার এলাকার বুলবুল আলীর ছেলে সিয়াম আহমেদ (১৮)। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার তালতলা টু রাজশাহী বিশ্ববিদ্যালয় সড়কে দিয়ে ভ্যান গাড়িটি নওদাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ভ্যান বাদাুড়িয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাজদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘন্টা খানেক পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে চারঘাট মডেল থানার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুই পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দাফনের জন্য দেওয়া হবে।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares