বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছরের কারান্ড

সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছরের কারান্ড

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে মঙ্গলবার (১১ অক্টোবর) দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালতের নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মো. মাছুম হাওলাদার (২৬)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে  অভিযান চালানো হয়। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে দিন রাত অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে কোন জেলেকে ছাড় দেওয়া হবে না।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS