বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন শামিম আহম্মেদ

ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন শামিম আহম্মেদ

ঝালকাঠি প্রতিনিধি:: ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন,মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো.শামিম আহমেদ।
২২ ডিসেম্বর সংগঠনের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় এক নির্বাহী মিটিংয়ে সকল সদস্যদের ঐক্যমতে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী ও বিশিষ্ট দানবীর মো.শামিম আহমেদ কে সংগঠনের আজীবন সদস্য নির্বাচিত করা হয়। ব্যবসায়ী শামিম আহমেদ ঝালকাঠি গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন তিনি সামাজিক ও মানুষের কল্যাণে সব সময় ঝাঁপিয়ে পরেন।
বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ব্যবসায়ী শামিম আহমেদ বলেন,সাংবাদিকরা মানুষের কল্যাণে কাজ করেন,ন্যায়ের পক্ষে থাকেন। দেশের অনিয়ম দূরনীতির বিরুদ্ধে কথা বলেন। দেশের উন্নয়নে তাদের লিখনির মাধ্যমে ভূমিকা রাখেন। এই সাংবাদিক সংগঠনে আমাকে আজীবন সদস্য করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সাংবাদিকদের সকল ভালো কাজে আমি সবসময় পাশে থাকবো।

৪২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS