শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে জনসমাবেশ অনুষ্ঠিত

বিরলে জনসমাবেশ অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলে জন্ম, মৃত্যু, নিবন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষিভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসংগঠনের ৪ নং শহরগ্রাম ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ৪ নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে ৪ নং শহরগ্রাম ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরল প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, ৪ নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব শারমীন আক্তার, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আঞ্জুমান আরা বেগম, ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হাসিম  উদ্দিন বুলু, দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য লুৎফর রহমান, জনসংগঠন ঐক্য পরিষদের বিরল-বোচাগঞ্জ এর সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুটুকপুর জনসংগঠনের সভাপ্রধান শহিদুল ইসলাম, বাসুদেবপুর জনসংগঠনের সভাপ্রধান মলিন দেবশর্মা, ওকড়া জনসংগঠনের সভাপ্রধান সেলিনা বেগম প্রমূখ। বক্তারা ভূমিহীনদের খাস জমিতে অধিকার প্রতিষ্ঠাসহ জন্ম, মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষিভূমি সংস্কার বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS