শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : জ্বালানি তেল,বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন প্রধান কে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর -২০২২) বিকেলে বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বীরগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের ১নং সদস্য মনজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ মোঃ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সাধারণ সম্পাদক বখ্তিয়ার আহমেদ (কচি),১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা,দিনাজপুর জেলার সাবেক আহবায়ক ও জেলার তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিছুর রহমান বাদশা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম,সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার,সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এরশাদুল হক,কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি,যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু রায়হান প্রমূখ। এসময় দলীয় স্লোগানে মুখরিত ব্যানার,ফেস্টুন নিয়ে দিনাজপুর, কাহারোল, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে , তৃনমূলের নেতা কর্মীদের সাথে নিয়ে সকল উপজেলা ও পৌর বিএনপির সহযোগিতা কামনা করে বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে আগামী সময়ে দলীয় আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্তে মুক্তি, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবী জানান।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS