শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামের চিলমারীতে নারীর ক্ষমতায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রানীগঞ্জ দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা। 

কুড়িগ্রামের চিলমারীতে নারীর ক্ষমতায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রানীগঞ্জ দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা। 

রফিকুল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে হতদরিদ্র অসহায় দুস্থ নারীদের ক্ষমতায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রানীগঞ্জ দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা। গ্রামীণ জনপদে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। হতদরিদ্র পরিবারের বিশুদ্ধ পানির সুপেয় ব্যবস্থা নিশ্চিত করতে এবং আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল ও ঢেউটিন  বিতরণ করা হয়েছে। নারীরা সমাজের বোঝা নয় এজন্য নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বেকার কর্মহীন নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দর্জি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রানীগঞ্জ দুস্থ মহিলা উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে ইতোমধ্যে অংশ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, উপজেলা নির্বাহি অফিসার এম ডাবলু রায়হান  শাহ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী দিনে গ্রামীণ জনপদের উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে দেশী-বিদেশী সকল দাতা সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। রানীগঞ্জ দুস্থ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও সভানেত্রী মোছাঃ হাসনা বানু। এছাড়াও করোনা কালীন সময়ে অসহায় পরিবার গুলোতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে!
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS