শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে মাদক ব্যবসায়ী ও দন্ডপ্রাপ্ত পলাতক আসামী  সুমন গ্রেফতার

ডোমারে মাদক ব্যবসায়ী ও দন্ডপ্রাপ্ত পলাতক আসামী  সুমন গ্রেফতার

 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমার উপজেলার জোড়বাড়ী ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী  এক বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার ১ অক্টোবর আনুমানিক রাত সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সুমন ইসলাম উপজেলার জোড়বাড়ী ইউনিয়নের হলহলিয়া ভাটিয়াপাড়া এলাকার নুর আলমের ছেলে  সুমনের নামে ডোমার থানায় মাদক সংক্রান্ত বিষয়ে ৩টি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
থানা সুত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন ইসলাম ২০১৫ সালে বিপুল পরিমান হেরোইন সহ ডোমার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। যাহার মামলা নম্বর-জিআর-২১৫/১৯ উক্ত মামলায় আসামী সুমন ইসলাম জেলার বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্তি পেয়ে  আত্মগোপন করে। বর্নিত মামলাটির বিচার অন্তে সে পলাতক থাকায় নীলফামারী জেলা বিজ্ঞ আদালত পলাতক আসামি সুমনকে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সুমনের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে ।
৪৫ বার ভিউ হয়েছে
0Shares