সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জমি দখলের অভিযোগ গাইবান্ধা-৫ আসনের এমপি’র বিরুদ্ধে

গাইবান্ধায় জমি দখলের অভিযোগ গাইবান্ধা-৫ আসনের এমপি’র বিরুদ্ধে

Views

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মঞ্জুরুল হাসান সুমন নামের এক ব্যক্তি।
গতকাল রাতে সাঘাটা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে উপজেলার ফলিয়া দিঘর গ্রামের সুমন জানান, ক্রয়কৃত ২২ শতাংশ জমির মধ্যে দুই সহোদরের ১৪.৬৬ শতাংশ রিপন ক্রয় করে আমার ৭.৩৩ শতাংশ জমি অবৈধভাবে দখলে নিয়ে নেয় এবং ওই জমির কিছু অংশ দিয়ে সাবেক এমপির মায়ের নামে একটি স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার রাস্তা নির্মান করে। এ বিষয়টি নিয়ে থানা ও আদালতে অভিযোগ দিলেও নায্য বিচার থেকে বঞ্চিত হন বলে তিনি জানান। এসময় তিনি আরো উল্লেখ করেন, থানায় অভিযোগ করার কারনে রিপনের দোসর খন্দকার ইকবাল হোসেন শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, আতাউর রহমান ও মতিয়ার রহমান টুকু বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও নারী ও শিশুদের মারধোর করে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার কামনা করেন।

 

Share This

COMMENTS