শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কেন্দ্রীয় কর্মসূচী পালনকালে গোলাপগঞ্জে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ : আহত ১০

কেন্দ্রীয় কর্মসূচী পালনকালে গোলাপগঞ্জে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ : আহত ১০

গোলাপগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৮ মার্চ) বাংলাদেশ হেফাজতে ইসলামের নিরীহ ৫ জন কর্মীকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ দেশব্যাপী সকল উপজেলায় বিক্ষোভ কর্মসূচী আহ্বান করে। তারই অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে বিকাল ৫টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে বিক্ষোভ মিছিল চলাকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশি বাধায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ এক পর্যায়ে ০৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপসহ লাটিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় এবং জনমনে
আতংক সৃষ্টি হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশের ০৩ জন সদস্য সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ৭জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ফাহিমুর রহমানের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল গফুর গণমাধ্যমকে জানান, শান্তিপূর্ণ কর্মসূচী পালন কালে পুলিশ ও আওয়ামী ছাত্রলীগ যৌথভাবে হামলা চালিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে। দেশে গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটাধিকারসহ বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করতে বর্তমান সরকার পুলিশসহ ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর সহিত যোগাযোগ করলে তিনি বলেন, হেফাজতের হরতালকে সমর্থন করে বিএনপি জামায়াত নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা করিলে পুলিশ বাধা প্রদান করেন। তখন উশৃঙ্খল নেতাকর্মীরা ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩ জন সদস্যকে মারাত্মক আহত করে এবং এলাকায় আতংক সৃষ্টি
করিলে পুলিশ লাটিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

৭১ বার ভিউ হয়েছে
0Shares