সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার রাস্তাঘাট দ্রæত মেরামত করা হবে —-নুরুল ইসলাম নাহিদ এমপি

গোলাপগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার রাস্তাঘাট দ্রæত মেরামত করা হবে —-নুরুল ইসলাম নাহিদ এমপি

গোলাপগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সিলেটের বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে। গোলাপগঞ্জ উপজেলারও অনেক রাস্তা ঘাট ঘরবাড়ির ক্ষতি সাধন হয়েছে। বন্যায় কবলিত এলাকার রাস্তাঘাট দ্রæত মেরামত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি সোমবার সকালে ভাদেশ্বর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে মতিবিনিময়কালে এ কথাগুলো বলেন।

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, বন্যা আসার পর থেকেই বন্যার্তদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে। যাদের ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুর্নবাসনের জন্যও সরকার ১০হাজার টাকা করে প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বানভাসি মানুষের পাশে ছিলেন এখনো রয়েছেন।

এরপর বিকেলে নুরুল ইসলাম নাহিদ এমপি শরীফগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাও পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত লুৎফুর রহমান, সহ সভাপতি জহির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা আলিম উদ্দিন বাবলু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এম মুহিত হিরা, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সদস্য আব্দুল মালিক জানু, রুহেল আহমদ রিপন, আজমল হোসেন মনি, কামাল মিয়া, সৈয়দ এহতেশাম, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, সেক্রেটারি ছালিক আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইসমাইল আলি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারি মস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ, শরীফগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য কবিরুল ইসলাম প্রমুখ।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS