বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুবর্নচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তি(৬০) লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মযনাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

চরজব্বার থানা পুলিশ স্থানীয়দের বরাত দিযে স‚ত্রে জানান, প্রাথমিক সুরতহালে অনুমান করা হচ্ছে লোকটি ভিক্ষা করতেন। তাঁর পকেটে এলোমেলো কিছু টাকা পাওয়া গেছে। যেগুলোতে দুই টাকা, পাঁচ টাকা ও দশ টাকার নোট রয়েছে। গতকাল রোববার রাতের কোনো এক সময় রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আজ সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares