বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিকরগাছা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

ঝিকরগাছা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

শার্শা(যশোর) সংবাদদাতাঃ যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম শাহানারা বেগম (৪৫)। যশোরের শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের যুবলীগ নেতা মৃত আজিজুল ইসলামের স্ত্রী এবং ১০ নং শার্শা সদর ইউনিয়নের সাবেক ইউপি মহিলা সদস্যা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত। তিনি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পাশে দুটি পানির খালি বোতল ছিল। প্রাথমিক সুরতহালে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষি আলতাফ হোসেন জানান, সোমবার বিকেলে জমিতে পানি আছে কি না দেখতে গিয়ে তিনি একজন নারীকে পড়ে থাকতে দেখেন। তখন ওই নারী বেঁচে ছিলেন। পরে লাউজানি রেলক্রসিংয়ে ডিউটিরত ট্রাফিক পুলিশকে জানালে তারা ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন। বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে।

এরআগেই ওই নারী মারা যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। নিহতের দেবর আমিনুর রহমান জানান, তার ভাবী সকালের দিকে পিতার বাড়ি (ফুলতলায়) যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাসের মধ্যে শরীরের সুগার ফেল করায় লাউজানিতে নেমে পড়েন। পরে তার মৃত্যুর সংবাদ পাই। কি ভাবে মৃত্যু হয়েছে সেটা বলতে পারবো না। ঘটনাস্থল পরিদর্শন করে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, পোস্টমর্টেম ছাড়া হত্যার কারণ বলা যাবে না। ইতোমধ্যে পিবিআই, সিআইডি, ডিবি পুলিশ তদন্তে মাঠে নেমেছে।

১৬২ বার ভিউ হয়েছে
0Shares