শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজারহাটে ৭০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহের চাবি হস্তান্তর

রাজারহাটে ৭০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহের চাবি হস্তান্তর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : মঙ্গলবার রাজারহাটে ৭০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিম। এরআগে সকালে গণভবন থেকে সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের নামে বরাদ্দকৃত জমির দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচার করা হয়।

রাজারহাট উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শনী ও জমির দলিল এবং গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম,সহকারী ভূমি কমিশনার আকলিমা বেগম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS