সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ২৭০ হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরন

কুড়িগ্রামে ২৭০ হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরন

রফিকুল ইসলাম,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রামের নাগেশ্বরীতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ২৭০ টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুন) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য,বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর এ সহযোগিতা কার্যক্রমে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৪ হাজার ৭ শত হতদরিদ্র পরিবারকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষনে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরো ৫ শত টাকা করে দেয়া হয়েছে।
৬১ বার ভিউ হয়েছে
0Shares