পার্বতীপুরে ২০২৪ এর জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ও শহীদদের স্মরনে আলোচনা সভা
পার্বতীপুর(দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ ২০২৪ এর জুলাই-আগষ্ট মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সংগঠিত ছাত্র গন অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনে আজ বৃহস্পতিবার দুপুরে এক স্মরন সভার আয়োজন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে এ স্মরন সভায় আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মনজুরুল ইসলাম(৩৪), আমবাড়ী গ্রামের আনিছুর রহমানের পুত্র শামিম(১৭) মহবপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র মুশফিকুর রহমান(২২), ব্র²োত্তর সোনাপুকুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সোহেল রানা(২৯), চাচেয়া গ্রামের গোলজার প্রামানিকের পুত্র শরিফুল (৪০), মোস্তফাপুর কাজীপাড়া গ্রামের ইসলাম সরকারের পুত্র রাসেল ইসলাম(২৩)। তারা সকলেই ঢাকা, সাভার, রাজশাহীসহ বিভিন্ন শহরে সংগঠিত সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হন। সঠিক চিকিৎসার অভাবে তারা বর্তমানে কর্মহীন। সকলেই দরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবার এখন অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের সাথে কথা বলে আহতদের পরিবারের একজনকে যেকোন সংস্থায় চাকুরী প্রদানে সহায়তা করা হবে। চিকিৎসার জন্য আর্থিক বরাদ্দ দেয়ারও আশ^াস দেন তিনি।স্মরন সভায় উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগনও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রæতি দেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।