শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি : সারাদেশে বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহম্মেদ মিয়ার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ বাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক আবদুল গনি সিকদার, মো. শ্যামুয়েল আহম্মেদ লেলিন ও উপজেলা যুবদল আহবায়ক বশির পঞ্চায়েত। ওই সময় বক্তারা বলেন, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার জবাব রাজপথে দিবেন এবং সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে অব্যাহত থাকবে। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS