শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অফিস সহায়ক মজিদুলের অকাল মৃত্যুতে নাচোল সরকারী কলেজ পরিবার শোকাহত

অফিস সহায়ক মজিদুলের অকাল মৃত্যুতে নাচোল সরকারী কলেজ পরিবার শোকাহত

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-মহা ধুমধামে আগামী ১০ ও ১১ ফেব্রæয়ারী চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী পালিত হবে। সেই লক্ষ্যে সকল প্রস্তুতিও শেষ। কিন্তু এত আনন্দের মাত্র দু’দিন পূর্বেই কলেজের সদা হাস্য অফিস সহায়ক মজিবুর রহমান ওরফে মজিদুল(৫১)’র অকাল মৃত্যুতে গোটা কলেজ পরিবার তথা সুবর্ণ উৎসব কমিটি গভীর শোকাহত। উল্লেখ্য, নাচোল রেলস্টেশন মোহন বাগান পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে অফিস সহায়ক মজিবুর রহমান(মজিদুল) গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে স্ট্রোক করে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রজিউন)। আজ বেলা ১১টায় নাচোল রেলস্টেশন সংলগ্ন মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, বন্ধু-বান্ধব ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। কলেজের রজত জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও ওই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জানান, সে ১৯৯৫ সালে অত্র কলেজে অফিস সহায়ক পদে যোগদান করে। মজিবুর রহমানের জানাযায় কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ অত্র কলেজের অন্যন্য শিক্ষক, কর্মচারী, সাবেক ও বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অফিস সহায়ক মজিবুরের অকাল মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ ও তার বন্ধুমহল শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপণ করেছেন।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS