শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

হলোখানা ইউপির আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে আঃ খালেক চিনু মন্ডল সভাপতি ও সোলজার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে হলোখানা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আঃ খালেক চিনু মণ্ডলের সভাপতিত্বে কুড়িগ্রাম সদর আওয়ামী লীগের সভাপতি এ.টি.এম আকতার হোসেন (চিনু)  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কাউন্সিলে আরো বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনুসহ জেলা আওয়ামী লীগ ও সদর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি  এ.টি.এম আকতার হোসেন (চিনু) সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares