শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উলিপুর সরকারি কলেজের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উলিপুর সরকারি কলেজের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।

এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকা সহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে।

সারাদেশের নেয় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের আয়োজনে গতকাল শনিবার সকালে শিক্ষক মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সামনে অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন রাষ্ট্রিয় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারি বীরপ্রতিক। স্মৃতিচারণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুর রহমান খোকন, উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল, সহকারী অধ্যাপক রুকসানা কবির, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে কুড়িগ্রাম শহরের বুকে প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলনকারী বাহিনীর কমান্ডার আব্দুল হাই সরকার বীরপ্রতিক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন কে.ওয়ান.এফ.এফ কোম্পানীর সম্মুখ গেরিলা যুদ্ধের স্ববিস্তর বর্ণনা সবার সামনে তুলে ধরেন। সেই সাথে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য তাঁকে সম্মাননা প্রদান করায় তিনি উলিপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

৫২ বার ভিউ হয়েছে
0Shares