শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
৫দফা দাবী বাস্তবায়নের সেনবাগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মীদের কর্মবিরতি

৫দফা দাবী বাস্তবায়নের সেনবাগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মীদের কর্মবিরতি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নের৫দফা দাবিতে নোয়াখালীর সেনবাগে কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর)সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা অখিল শিকারীর নেতৃত্বে ওই কর্মবিরতি পালন শুরু করে যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি পালন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলন কারীরা ।

আন্দোলনকৃত দাবিগুলো হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সব শ‚ন্যপদ পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে প‚রণ করা।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS