শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে গোপনে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ  ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফর্তা

নোয়াখালীতে গোপনে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ  ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফর্তা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : গৃহবধ‚র আশ্লীল ভিডিও ধারণ পর ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান প্রকাশ রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে নোয়াখালীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার জেলা শহরের মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়, এতে গৃহবধ‚র অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়।

গ্রেফতারকৃত যুবক ভুক্তভোগী গৃহবধ‚র ননদের স্বামী। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম। বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এলে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধ‚কে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে রাজু নিজের মোবাইলে গৃহবধ‚র অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে । পরে ধারণ করা অশ্লীল ভিডিও এবং ছবি বিষয়টি জানিয়ে তা ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে (ব্যাকমেইল) করে ২০১৯ সাল থেকে ওই গৃহবধূকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে সে। সবশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে রাজু।

একপর্যায়ে ওই গৃহবধ‚ থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে (৩৫) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধ‚র অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

৭০ বার ভিউ হয়েছে
0Shares