মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগমগঞ্জে রাস্তার পাশে থেকে ৫টি পাইপগান,৬টি কিরিচ উদ্ধার

বেগমগঞ্জে রাস্তার পাশে থেকে ৫টি পাইপগান,৬টি কিরিচ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার রাস্তার পাশ্বে পড়ে থাকা পরিত্যাক্ত অবস্থায় ৫ টি দেশীয় তৈরি পাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়র্ডের খেজুরতলা এলাকার থেকে পুলিশ ওই অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় স‚ত্র জানাগেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জরে নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু সদস্যের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগ সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অস্ত্রগুলো কোন এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ,

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS