শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুলো আহবায়ক ও মুরাদ সদস্য সচিব করে জলঢাকায় মৎস্যজীবি লীগের কমিটি গঠন

কুলো আহবায়ক ও মুরাদ সদস্য সচিব করে জলঢাকায় মৎস্যজীবি লীগের কমিটি গঠন

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ কুলো চন্দ্র রায় কে আহবায়ক ও এনায়েত হোসেন মুরাদ কে সদস্য সচিব করে নীলফামারীর জলঢাকা উপজেলা মৎস্য জীবিলীগের ৪০ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জেলা মৎস্যজীবিলীগের সভাপতি রুকনুজ্জামান সরকার লেমন ও সাধারণ সম্পাদক জুয়েল সরকারের স্বাক্ষরিত পত্রে উপজেলা মৎস্য জীবিলীগের পুর্বের কমিটি বিলুপ্ত করে ৪০ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন করেন। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করার করবে। এদিকে আজ রবিবার দুপুরে (১১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য জীবিলীগ কার্যালয়ে নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করেন নেতাকর্মীগণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোবিন্দ রায় রাখাল ও শামীম হোসেন মৎস্য জীবিলীগের উপজেলা ও পৌর কমিটিসহ কৃষকলীগ, পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী গণ।
১২৭ বার ভিউ হয়েছে
0Shares