বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠির ছৈলার চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝালকাঠির ছৈলার চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার পর্যটন কেন্দ্র ছৈলার চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত ঝুলন্ত সরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার হেতালবুনিয়া গ্রামে ছৈলার চর পর্যটন কেন্দ্র ছৈলা বাগানের গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কাঠালিয়া থানা পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন আলম জানান, বিষখালী নদীর মাছ ধরা জেলেরা মরদেহটি গাছে ঝুলতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পড়নের শাড়ী দিয়ে ছৈলা গাছের সাথে গঁলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃত্যু হয় এবং ধারনা করা হচ্ছে এক মাস পূর্বে তার মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর হতে পারে। এখন তার পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS