
বোদায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বোদায় উপজেলা ও পৌরসভার অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এর বাস্তবায়নে ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার ওসি আজিম উদ্দীন, উজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা মসজিদের ইমাম সোলেমান আলী সহ এ প্লাস ক্যাম্পেইনের সম্পৃক্ত ব্যক্তিগন।
অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ সারাদেশ্যের ন্যায় বোদা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য মতামত প্রদান করেন।