বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিজয় দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় আওয়ামীলীগ নেতার মোটর সাইকেল শোভাযাত্রা

বিজয় দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় আওয়ামীলীগ নেতার মোটর সাইকেল শোভাযাত্রা

ইসাহাক আলী, নাটোর, ১৭ ডিসেম্বর-মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এক মোটর শোভাযাত্রা বের করা হয়।

শনিবার দুপুরে উপজেলার দয়ারামপুর বাজার হতে এই শোভাযাত্রাটি বের হয়। সাড়ে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি মালঞ্চি বাজার, তমালতলা, বাঁশবাড়িয়া হয়ে প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম শেষে জামনগর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা ভোজনে অংশ নেয়। পথিমধ্যে দয়ারামপুর সড়কের মুরাদপুরে এক পথ সভায় আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস বক্তব্য দেন । তিনি বক্তব্যে বলেন, দেশে বিএনপি-জামাত যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তার বিরুদ্ধে তার নেতৃত্বে বাগাতিপাড়া-লালপুর উপজেলার আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares