শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে কর্মরত দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব

রাজশাহীতে কর্মরত দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব

মোহনপুর প্রতিনিধি : রাজশহীতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের হামলার স্বীকার হয়েছেন রাজশাহীর কর্মরত দুই সাংবাদিক।

আজ ৫ ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৮.৩০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন বে-সরকারী টেলিভিশন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম,গুরুতর আহত অবস্থায় তারা রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

তাদেরকে হামলার তীব্র নিন্দা,প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার প্রামানিক,সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল,সহ সভাপতি রিপন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসন ,সাংগঠনিক সম্পাদক মোতাহারুল হাসান সুমন,প্রচার সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,দপ্তর সম্পাদক সাগর ইসলাম অভি,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস সিয়াম,সদস্য সাইদুর রহমান,জুয়েল রানা,মুকলেছুর রহমান।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares