মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুস সাত্তার হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ

তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুস সাত্তার হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ

রতন কুমার প্রামানিক,বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর জনতা ব্যাংক শাখার সাবেক ম্যানেজার তাহেরপুর পৌরসভার সাবেক কৃষকলীগ সভাপতি ও রাজশাহী জেলা কৃষকলীগের সিনিয়র সদস্য আঃ সাত্তার প্রামনিক হার্টঅ্যাটাকে গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুস সাত্তারের পরিবার বাগমারা ও তাহেরপুর পৌরসভাসহ দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। আব্দুস সাত্তারের পারিবারিক সুত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে হঠাৎ করে তাঁর বুকে ব্যাথা অনুভব করে। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি ক্লিনিকে ইসিজি করার পর হার্ট অ্যাটাক ধরা পরে। সেই কারনে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরিক্ষা করে জানতে পারে যে তার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে ও ডাইবেটিক্স বেড়ে গেছে। এসময় তার একমাত্র মেয়ে সাদিয়া আরিফিন সেতু ঢাকা বিআরবি হাসপাতালের ডাক্তার হওয়ার সুবাদে সেখানকার সহকর্মী ডাক্তারদের সাথে পরামর্শ করে এম্বুলেন্স যোগে রাজশাহী থেকে রেফার করে গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের জরুরী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় বাগমারাবাসীসহ দেশবাসীর কাছে দো’য়া চেয়েছেন তার পরিবার ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক ও বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সকল সদস্যরা।

৮১ বার ভিউ হয়েছে
0Shares