মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়া পৌরসভার আয়োজনে অসহায় ও দুঃস্থদের মাঝে চাউল বিতরণ

সাঁথিয়া পৌরসভার আয়োজনে অসহায় ও দুঃস্থদের মাঝে চাউল বিতরণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌরসভার আয়োজনে আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় পৌরসভা প্রাঙ্গণে এ চাউল বিতরণ করা হয়। পৌরসভা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহীনসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS