শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">বগুড়া জেলার দুপচাঁচিয়া  উপজেলার  চৌমুহনী বাজারে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু।</span> <span class="entry-subtitle">রাস্তার পাশে কাঠের গুড়ি থাকায় অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে</span>

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু। রাস্তার পাশে কাঠের গুড়ি থাকায় অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ

দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নওগাঁ -বগুড়া মহাসড়কে চৌমুহনী বাজারে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়া ট ১১-০১৮৩ বগুড়া গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জলিল (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

স্হানীয় লোকজন লোকটিকে উদ্ধার করে সাথে সাথে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বগুড়া নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে তার গ্রামে চলছে শোকের মাতম।

 

১১৬ বার ভিউ হয়েছে
0Shares