শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">দুপচাঁচায়া উপজেলার গুনাহার ইউপির তালুচ বাজারে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন</span> <span class="entry-subtitle">নাগরিক নিরাপত্তা সংক্রান্ত বিট পুলিশিং সভা</span>

দুপচাঁচায়া উপজেলার গুনাহার ইউপির তালুচ বাজারে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন নাগরিক নিরাপত্তা সংক্রান্ত বিট পুলিশিং সভা

 

মোসাব্বর হাসান মুসা স্টাফ রির্পোটারঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়েছে। সেই সাথে নাগরিক সেবা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

 

গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে উক্ত সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইন র্চাজ জনাব আবুল কালাম আজাদ।

প্রধান বক্তা ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আমিনুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। দুপচাঁচিয়া থানার এসআই সজীব।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তালুচ উত্তোরন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার। এই অনুষ্ঠানে তালুচ বাজারের ব্যবসায়ী সুধিবিন্দু ইউপি সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মধ‍্যে বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোছাববর হাসান মুসা এ সময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গুনাহার ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন চৌধুরী লিখুন।

৯৮ বার ভিউ হয়েছে
0Shares