বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে ১,৫০০ জন শিক্ষার্থীর মাঝে গিফট বক্স বিতরণ।

সাপাহারে ১,৫০০ জন শিক্ষার্থীর মাঝে গিফট বক্স বিতরণ।

হাফিজুল হক,সাপাহার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার পার্শ্ববর্তী নিভৃত পল্লী এলাকা লক্ষীপুরে অবস্থিত বাংলাদেশ গ্লোরিয়া হলিনেস চার্চ লক্ষ্মীপুর মিশন এর উদ্যোগে অপারেশন জেনারেশন’র সহযোগিতায় ১,৫০০ জন শিক্ষার্থীর  মাঝে গিফটবক্স বিতরনী উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মিলানআয়তনে এ গিফট বক্স বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্লোরিয়া হলিনেস চার্চের সভাপতি ও সাপাহার শাখার চেয়ারম্যান রেভ: ডেভিড ডি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, সাপাহার প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক,।
উক্ত অনুষ্ঠানে উপজেলার এক হাজার পাঁচ শত জন শিক্ষার্থীর মাঝে গিফট বক্স বিতরন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে ক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক, সদস্য রনি মিশনের কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS