শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উলিপুরে পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে চলছে স্কুলের প্রাচীর নির্মাণের কাজ 

উলিপুরে পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে চলছে স্কুলের প্রাচীর নির্মাণের কাজ 

রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে চলছে স্কুলের প্রাচীর নির্মাণের কাজ। গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যাদের দানকৃত জমিতে প্রতিষ্ঠিত হয়েছে। আজ তাদের ওই পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কুলের প্রাচীর নির্মাণের কাজ চলছে।
গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মদ জোবেদা খাতুন নিজের খেয়াল-খুশি মতো বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ না করে। জমিদাতার পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এঘটনায় অসহায় পরিবারগুলো প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য মোঃ বায়েজিদ হোসেন জানায় , সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ কাজ চলছে।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS