শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে এবং ডেঙ্গু প্রতিরোধে ইমামদের ৩দিনব্যাপী ওরিয়েন্টশন

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে এবং ডেঙ্গু প্রতিরোধে ইমামদের ৩দিনব্যাপী ওরিয়েন্টশন

মোঃ বুলবুল ইসলাম ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে এবং ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ডিসেম্বর)  সকাল ১১ টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের  এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়।
এ সময় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, কাঞ্চিপাড়া মসজিদের ইমাম শফিকুল ইসলাম, শোলা গাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ রহমত আলী, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ২০জন ইমাম অংশ গ্রহণ করেন।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares