শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রামে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাইয়েদ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি- ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জেলা আওয়ামী লীগের উদ্যেগে সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি শেখ বাবুল, এ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, ড. শাহানাজ বেগম নাজু মাহবুবা বেগম লাভলী প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের ২১শে আগস্ট একটি নৃশংশতম হত্যা যজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে জোট সরকারের আমলে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। এসময় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২২ জন নেতা-কর্মী প্রাণ হারান। যা তারেক জিয়া সহ তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্টপোশকতায় হয়েছে বলে বক্তারা দাবী করেন।

১০৫ বার ভিউ হয়েছে
0Shares