যশোরের আলোচিত টিএসআই রফিক ও তার স্ত্রী ঝর্নার বিরুদ্ধে দুদকের মামলা
ইয়ানূর রহমান : যশোরের বহুল আলোচিত সাবেক টিএসআই রফিক ও তার স্ত্রী ঝর্নার বিরুদ্ধে দুদক মামলা করেছে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে দু’টি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আল আমিন। মামলায় স্ত্রী ঝর্নার বিরুদ্ধে সাত কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫২ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসাথে তিনি দুদকের কাছে আট কোটি ৬০ লাখ ১৯ হাজার নয় টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করেছেন।
অন্যদিকে, টিএসআই রফিকের বিরুদ্ধে ৭০ হাজার ৫০০ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসাথে তিনি দুদকের কাছে ৩৮ লাখ ২৫ হাজার ৮৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন বলে উল্লেখ করেছে দুদক। রফিকুল সলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন।